Saimumbiz Let's Talk
Saimumbiz
  • Home
  • About Me
  • Project
  • Thought’s
  • Let’s Talk
  • DesignOcta
  • Course

Social Content কি সত্যিই ব্র্যান্ডের গ্রোথ বাড়ায়

Social Content  কি সত্যিই ব্র্যান্ডের গ্রোথ বাড়ায়
Social Content  কি সত্যিই ব্র্যান্ডের গ্রোথ বাড়ায়
  • saimumbiz
    Written by

    saimumbiz

  • Category

    Branding

  • Date

    July 22, 2024

আপনার কনটেন্ট কি মানুষকে টাচ করে, নাকি শুধু স্ক্রিনে স্ক্রোল হয়?

বেশিরভাগ Brand ভাবে, Social Media Content মানেই Post করা—আর Post মানেই Design বা Caption! কিন্তু যারা গভীরভাবে বোঝে, তারা জানে Content আসলে ব্র্যান্ডের ‘ছদ্মবেশী মানসিক বার্তা’।

একটা প্রশ্ন:
আপনার Content কি শুধু চোখে পড়ার মতো, না কি মনে গেঁথে থাকার মতো? কারণ আজকের buyer রা শুধু দেখছে না—সে অনুভব করতে চায়। সে খুঁজে বেড়ায় বিশ্বাসযোগ্যতা, ভাষায় নয় বরং ব্যবহারে। Social Media Content এর সবচেয়ে বড় শক্তি হলো it normalizes your presence. অর্থাৎ, আপনার Brand কে এমনভাবে উপস্থাপন করে যেন সেটাই ‘নতুন স্বাভাবিক’। যেমন কাউকে প্রতিদিন দেখা এবং দেখতে দেখতে চেনা মুখ হয়ে যাওয়া। মানুষ তখন আর যাচাই করে না, মানতে শুরু করে। এখানেই শুরু হয় মানসিক নোঙরকরণ Psychological Anchoring।

যখন কেউ প্রতিদিন আপনার Content দেখছে, তার মস্তিষ্ক একটা অভ্যস্ততা তৈরি করে যে, “এই Brand সবসময়ই থাকে। মানে, আমি এদের উপর ভরসা করতে পারি।”
কিন্তু আপনি যদি হঠাৎ হারিয়ে যান? মানুষের মনে থাকার জন্য আপনাকে প্রতিদিনের অভ্যাসে ঢুকে পড়তে হবে। আর এই জায়গাটাতেই ৮৫% ব্র্যান্ড হেরে যায়।

Narrative Consistency না থাকলে মানুষ বিভ্রান্ত হয়। Social Content এর মাধ্যমে আপনি যদি প্রতিটি Post এ একই Tone, একই Message, একই মূল্যবোধ বহন না করেন তাহলে মানুষ আপনাকে দেখে, কিন্তু বোঝে না। আর না বোঝা মানেই অবিশ্বাস।

এই সমস্যাগুলোর শিকড় ধরে একসাথে সমাধান দেওয়া হয় যাদের মাধ্যমে, তারা হলো DesignOcta , এখানে Content Strategy এমনভাবে বানানো হয়, যাতে ব্র্যান্ডকে ‘মানুষের মস্তিষ্কে’ ঢুকিয়ে দেওয়া যায়। Content Strategy-গুলো একবার দেখলে বোঝা যাবে যে কীভাবে গল্প আর স্ট্রাকচারের মিশেলে কনটেন্ট আসলে ‘ট্রাস্ট তৈরির মেশিন’ হয়ে ওঠে।

সত্যিটা হলো: Social Media আজ কেবল Awareness এর জায়গা না তদাপি, এটা বিশ্বাস তৈরির যুদ্ধক্ষেত্র। এখানে আপনি কিভাবে দেখান, কিভাবে বলেন, কিভাবে উত্তর দেন এসবই মানুষের অবচেতন মনে Imprint হয়ে যায়।

আর একবার যদি কেউ ভুল মেসেজ পায়?
তাকে আর ফেরানো যায় না।
তাই প্রশ্নটা সোজা: আপনার কনটেন্ট কি শুধুই আপডেট দিচ্ছে? না কি মানুষকে অভ্যস্ত করে তুলছে?

আপনার কনটেন্ট যদি না বদলায় মানুষের মস্তিষ্ক, তবে সেটা কনটেন্ট না, নিছক শব্দের ভেলা।

1 Comment

  1. admin
    admin

    The design is simple and elegant. The customer support on this product is also amazing. I would highly recommend you to purchase templates from the Marketify team! Thank you for the wonderful project.

    Reply

Leave A Comment Cancel reply

Let’s work together

Based in Bangladesh

Let’s talk strategy.

+88 016 3662 3121

Let’s Send Your Story.

talk@saimumbiz.com

Saimumbiz

© Saimumbiz, All Rights Reserved

Back To Top