-
Written by
saimumbiz
-
Category
-
Date
July 22, 2024
সবকিছু ঠিক আছে, তবুও মানুষ কেন বারবার দূরে সরে যায়?
সবকিছু ঠিকঠাক।
লোগো সুন্দর, কালার কনসেপ্ট মারাত্মক, পোস্ট ডিজাইন চোখে পড়ে কনটেন্টেও ভালো রেসপন্স।
তবুও…
কিছুদিন পর দেখা যায় Reach কমছে, Engagement পড়ে যাচ্ছে।
মানুষ যেন আগের মতো ‘লেগে থাকতে চায় না’। নতুন ফলোয়াররা কিছুক্ষণ দেখে বেরিয়ে যাচ্ছে।
প্রশ্ন একটাই:
আমি তো সব ঠিক করছি, তাও মানুষ আমাকে কেন মনে রাখে না?
এখানেই লুকিয়ে আছে সেই অদৃশ্য সমস্যা, যার নাম Brand Guideline না থাকা।
Brand Guideline তো মানে রঙ-ফন্ট আর লোগো, তাই না?
Nope. That’s the surface.
সত্যি কথা হলো
Brand Guideline মানে হলো মানুষের মনে নিরাপত্তা, আত্মবিশ্বাস আর পরিচিতি তৈরি করা।
একবার ভাবুন
আপনি আপনার প্রিয় একজন মানুষকে প্রতিদিন এক রকম আচরণে দেখেন।
হঠাৎ একদিন তিনি একদম ভিন্নরকম কথা বলেন, অন্য রকম পোশাক পরেন, অদ্ভুত ভঙ্গিতে হাঁটেন।
কি মনে হয় তখন?
ওকে কি আমি আসলেই চিনি?
এই ছোট্ট দ্বিধা থেকেই সম্পর্ক ভেঙে পড়ে।
একই ঘটনা ঘটে আপনার ব্র্যান্ডের ক্ষেত্রেও…
আজ এক রকম টোনে কথা বলেন,
আগামীকাল এক রকম ডিজাইন করেন,
পরশু রঙের প্যালেট বদলে ফেলেন।
এই ধারাবাহিকতার অভাব মানুষকে Confuse করে।
তারা মনে মনে ভাবে:
এরা কি জানে আসলে ওরা কী করছে?
এটা কি আগের সেই ব্র্যান্ড?
এদের ওপর আবার ভরসা করা যাবে তো?
এবং বিশ্বাস একবার ভাঙলে,
তাকে ফেরানো সহজ নয়।
তখন কী হয়?
Visual Identity তে ঘোলাটে বার্তা চলে আসে
মনস্তাত্ত্বিকভাবে গ্রাহক দূরে সরে যায়
ব্র্যান্ডের ‘ভালো লাগা’ আর হয় না ‘ভরসা’
একসময় আপনি “আরও এক ব্র্যান্ড”-এ পরিণত হন
তাই Brand Guideline আসলে কী?
এটা কোনো ফাইল না, কোনো ডকুমেন্ট না। এটা হলো আপনার ব্র্যান্ডের Personality, Behaviour, এবং Emotion এর মনস্তাত্ত্বিক রোডম্যাপ।
আপনি কেমন কথা বলেন
আপনি কীভাবে দেখান নিজেকে
আপনার ভিজ্যুয়াল ভাষা কেমন
মানুষ আপনাকে কীভাবে মনে রাখে
এই সবকিছু মিলেই—Brand Guideline।
এটা কোনো নিয়মের খাতা না, এটা হচ্ছে এমন একটা সাইলেন্ট কোড,
যেটা বারবার গ্রাহকের মস্তিষ্কে বলে দেয়:
“তুমি ঠিক জায়গাতেই এসেছো।”
কেন এটা এত গুরুত্বপূর্ণ?
Consistency শুধু Matching এর জন্য না,
Consistency হচ্ছে Trust Build করার সবচেয়ে শক্তিশালী উপায়।
একবার যদি মানুষ আপনাকে “চেনা মুখ” ভাবতে শুরু করে
তখন আর বারবার নিজেকে প্রমাণ করতে হয় না।
তখন আপনি হয়ে যান
“বিশ্বাসের আরেক নাম”
এখন নিজেকে প্রশ্ন করুন
আপনার ব্র্যান্ড কি প্রতিবার মানুষকে নতুন করে বিশ্বাস করতে বাধ্য করছে?
নাকি এমন একটা পরিচিতি গড়ে তুলেছে, যা নিজের থেকে মানুষ ধরে নেয়
“এই ব্র্যান্ড তো আমার চেনা।”
এখন আসি সমাধানে…
এইসব কিছুর পিছনে যে Framework কাজ করে,
যেটা আপনাকে “ভালো লাগা” থেকে “বিশ্বাস” পর্যন্ত নিয়ে যায়,
সেটা গড়তে হলে প্রয়োজন স্ট্র্যাটেজিক Brand Guideline।
এই কাজটিই Design Octa দীর্ঘদিন ধরে করে আসছে—
তারা শুধু একটা লোগো না,
একটা ব্র্যান্ডের আত্মা বানায়।
যদি আপনি চান আপনার ব্র্যান্ড শুধু সুন্দর না হোক,
বরং মনে গেঁথে যাওয়ার মতো হোক
তাহলে ভাবুন এখনই।
Your brand deserves to be trusted, not tested.
Make sure it speaks the same way today, tomorrow, and always.
admin
The design is simple and elegant. The customer support on this product is also amazing. I would highly recommend you to purchase templates from the Marketify team! Thank you for the wonderful project.